মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দলটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠাতব্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ‘মুক্তিযোদ্ধা মহাসমাবেশ’ আপাতত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির সাথে সাথেই উক্ত মুক্তিযোদ্ধা মহাসমাবেশের পরবর্তী তারিখ জানানো হবে। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ। শায়রুল কবির খান জানান, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।