কাউন্সিলরদের পুনর্বহালের সিদ্ধান্ত নিতে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে: ইশরাক
ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বহাল করলে এর বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছেন বিএনপির আর্ন্তজাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার ওপর দিয়ে যেতে হবে। বুধবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন।
ইশরাক হোসেন বলেন, খুনি হাসিনার ফিল্ড কমান্ডার ও জুলাই আগস্টের গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানানো শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বেইমানি করা। এই আওয়ামী কাউন্সিলরা তৃণমূল পর্যায়ে অস্ত্র ও অর্থ জোগান দিয়ে খুনি হাসিনার সন্ত্রাসীদের পেলে পুষে রেখেছে ১৬টি বছর।
তিনি আরো বলেন, আশ্চর্য হয়ে দেখলাম যারা খুনিদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের কেউ কেউ এখন কাউন্সিলরদের পুনর্বাসন চাচ্ছে! এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার ওপর দিয়ে যেতে হবে। কেও থাকুক না থাকুক আমি একলাই লড়াই করে জীবন দেয়ার জন্য প্রস্তুত আছি। ফাইজলামি নাকি, যখন যেটা ভালো লাগবে- সেটা দাবি জানাবে। দেশটা কারো বাপের না।
আরো পড়ুন: ইজতেমার মাঠের সংঘর্ষে নিহত বেড়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লবে ভূমিকা রাখা জনগণের প্রতি অবিচার করা হবে। দ্রুত সমস্যা সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন তনি।
আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচিত কাউন্সিলররা বহাল থাকুক। ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল, তারা থাকতে পারবে না। প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চান না বলে জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা।