১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭
ঢাকা মেডিকেল থেকে সাদপন্থি একজনকে তুলে নেওয়ার অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক সাদপন্থী যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরপন্থীর কর্মীদের বিরুদ্ধে। মহিদুল হাসান নামের ওই যুবককে বুধবার বিকেলে সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে সবাই সামনে দিয়ে মহিদুল হাসান নামে এক যুবককে তুলে নিয়ে গেছে জুবায়েরপন্থীরা। আজকে সকালের ঘটনার সময় সে উপস্থিত ছিল এই অভিযোগ দিয়ে তাকে তুলে নিয়ে যায় জুবায়েরপন্থীরা।’
এ বিষয়ে মহিদুল হাসানের মা মোর্শেদা বানু গণমাধ্যমকে বলেন, ‘আমার একটা ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সেখান থেকে সবার সামনে দিয়ে আমার আরেক ছেলেকে ধরে নিয়ে গেল।’