মেট্রোরেলে একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট
মেট্রোরেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নতুন কার্ড আমদানির পাশাপাশি কিউআর কোড ভিত্তিক টিকিটিং বা কাগজের টিকিট নিয়ে আসছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ
ফেসবুক পোস্টে বলা হয়, 'যাত্রীবৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা মতে গুরুত্বপূর্ণ যাত্রীবহুল মেট্রো স্টেশনসমূহে সিঙ্গেল জার্নি টিকেট ইস্যু করতে অধিক সময় লাগছে। এছাড়া সিঙ্গেল জার্নি টিকেট নির্দিষ্ট স্লটে জমা না পাওয়ায় এবং যৌক্তিক কারণে বেশ কিছু টিকিটের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে । এ সমস্যার সমাধানে দ্রুত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা হচ্ছে।'
পোস্টে আরো বলা হয়, 'বিকল্প পদ্ধতি কিউ আর কোড চালুর মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায়, ডিসেম্বর ২০২৪ এর শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে।'
এ বিষয়ে কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির বলেন, 'কিউআর কোড সম্বলিত স্লিপ দেওয়ার জন্য একটি মেশিন বসানো হবে। যন্ত্রে টাকা প্রবেশ করিয়ে– একক যাত্রার স্লিপ নিতে পারবেন যাত্রীরা। মেট্রোরেল স্টেশনের প্রবেশ ও নির্গমন পথে কিউআর কোড স্ক্যান করার জন্য আরও মেশিন স্থাপন করা হবে। যার মাধ্যমে যাত্রা শুরু ও সমাপ্তির গন্তব্য নিশ্চিত করতে পারবেন যাত্রীরা।'
এই প্রকল্প বাস্তবায়নে ডিএমটিসিএল আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছে বলেও জানান তিনি।
ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, মেট্রোরেলে এখন দিনে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী যাতায়াত করেন। গড়ে ৪৫ শতাংশ যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন। কিন্তু তাদের হাতে একক যাত্রার টিকিট কার্ড আছে মাত্র ৩০ হাজারের মতো। এ মাসে আরও ৩০ হাজার কার্ড আসবে। জানুয়ারির শেষ দিকে আসতে পারে ১ লাখ ২০ হাজারের মতো কার্ড। এরপরও একক যাত্রার টিকিট কার্ডের সমস্যা মিটবে না বলে মনে করছেন কর্মকর্তারা।