১৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৬

আমরা এখনও বিরোধীদলে: তারেক রহমান

তারেক রহমান  © ফাইল ছবি

বিএনপি এখনও বিরোধীদলে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের ছবির কার্ড শেয়ার করা হয়।

পোস্টে তারেক রহমান বলেছেন উল্লেখ করে বলা হয়েছে, ‘বর্তমানে ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের যেসব সহকর্মীর ভুল উপলব্ধি ও বিভিন্ন আচরণের কারণে দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে, তাঁদের প্রতি আমার কঠোর নির্দেশনা হলো, কোনো উচ্ছৃঙ্খলতা মেনে নেওয়া হবে না।’

এভাবে পর পর আরও কয়েকটি পোস্ট করা হয় পেজটিতে। অন্য পোস্টে একই ভাবে লেখা হয়, ‘বিএনপি'র বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হবে ধরে নিতে হবে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে নয় সে ষড়যন্ত্রের মধ্যে আছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে।’

অন্য আরেকটি পোস্টে লেখা হয়, ‘দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। চলনে-বলনে, কথাবার্তায় দিন শেষে বিএনপিকে মানুষের আস্থায় থাকতে হবে। ভোটাররা ঠিক করবে কাকে ভোট দেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের।’