দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন
ভোলার চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের কর্মসূচি শুরু হয়।
এদিন সকাল ৯টার দিকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা এক বিশাল বিজয় র্যালি বের করেন। র্যালিটি দক্ষিণ আইচা বাজার মেইন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় দিবস ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
এ সময় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রিয়াজ উদ্দিন ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরকচ্ছপিয়া জালাল আহাম্মদ কলেজের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম হাওলাদার, প্রভাষক ইলিয়াছ খলিফা, চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খাঁ, প্রভাষক ইলিয়াছ প্রমুখ। এছাড়াও ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা, এনে দিয়েছে লাল সবুজের বিজয় পতাকা ৷ ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্যদিয়ে এ বিজয় অর্জিত হয়। ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের ইজ্জতে বিনিময়ে বাঙালির এ বিজয় আসে। আমরা শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা শেষে চিত্রাঙ্কন ও স্ব-রচিত কবিতা আবৃত্তির উপর প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।