১৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

কিশোরগঞ্জ কাভার্ড ভ্যানচাপায় নারীসহ নিহত ৫

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা  © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার তিন নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ যাত্রী এবং সিএনজিচালক রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, একটি কাভার্ড ভ্যান ভৈরবের দিকে আসার সময় আরেকটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মাঝখানে পড়ে যায় সিএনজিটি। পেছনের কাভার্ড ভ্যানটি সিএনজিকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের নিচে গিয়ে চাপা পড়ে। মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালক ও চার যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। মরদেহগুলো উদ্ধার করে শনাক্তের জন্য ভৈরব থানায় আনা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।