১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯

শ্রদ্ধা আর ভালোবাসায় একাত্তরের বীরদের স্মরণ করছে জাতি

সাভারে স্মৃতিসৌধে একাত্তরের বীরদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে  © সংগৃহীত

পাকিস্তানি হায়েনার কবল থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা, বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেই সব বীর সেনানীদের শ্রদ্ধা আরও ভালোবাসায় স্মরণ করছে জাতি। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। আজ সোমবার প্রথম প্রহর থেকেই স্মৃতিসৌধে এ ঢল নামতে শুরু করে।

সোমবার (১৬ ডিসেম্বর) এরপর সকাল সাড়ে ৬টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সকাল ৭টা ১২ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এর পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। তাদের অনেকের হাতেই দেখা যাচ্ছে লাল-সবুজের পতাকা।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস আজ

রাজধানীর বাইরে সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল থেকে বিভিন্ন জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে স্বীকৃতি পায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বীরত্বপূর্ণ সংগ্রামে রচিত হয় বিজয়ের ইতিহাস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায় পাক হানাদার বাহিনী। গণহত্যার পৈশাচিকতায় মেতে ওঠে তারা। শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। চলে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।