আগামীকাল রাজধানীর একাধিক শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন একাধিক শিশু পার্কে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিনা টিকিটে প্রবেশ করতে পারবে শিশুরা। আজ রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকার শিশু পার্কগুলো শিশুদের জন্য ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ ব্যাপারে ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এদিন সকল শিশু পার্ক মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক।
এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।