পুকুরে মিলল হাত-পা বাঁধা অবস্থায় ৯ বছরের শিশুর মরদেহ
সাতক্ষীরা আশাশুনিতে হাত-পা বাঁধা অবস্থায় নুসরাত জাহান রাহি (৯) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রী কুল্যা ইউনিয়নের রবিউল ইসলাম রুবেলের মেয়ে এবং আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, সকালে নুসরাত বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে পুকুরে তার মরদেহ পাওয়া যায়, যেখানে তার হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তের জন্য একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।