পাকিস্তানি হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি ঘটেছে জুলাই আন্দোলনে: প্রেস সচিব
১৯৭১ সালে যেভাবে ঠকঠক করে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা, এরকম পুনরাবৃত্তি জুলাই আন্দোলনে দেখা গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম আরও বলেছেন, 'আমরা দেখেছি আমাদের ছয় শীর্ষ ছাত্রনেতাকে কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরিদের জন্য যেভাবে লিখে গিয়েছিলেন, আহনাফ বা শিক্ষার্থীরাও তাদের মায়ের কাছে চিঠি লিখেছে যে, তারা যুদ্ধ করতে যাচ্ছেন।’
তিনি উল্লেখ করেন, ‘যে নতুন বাংলাদেশ আমরা স্বপ্নে দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ড. ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটা চলমান প্রক্রিয়া। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। বুদ্ধিজীবীদের যে আদর্শ তা ড. ইউনূস ও তার দল ধারণ করে।’
এর আগে, শনিবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।