১৩ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

কবি হেলাল হাফিজের মৃত্যুতে বিপ্লবী ছাত্র পরিষদের শোক

বিপ্লবী ছাত্র পরিষদ

কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোকবার্তায় নেতৃদ্বয় কবির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এতে বলা হয়, বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি হেলাল হাফিজের মৃত্যু আমাদের জাতীয় জীবনের জন্য অপূরণীয় ক্ষতি। বিশেষ করে ফ্যাসিবাদ পতনোত্তর সময়ে তরুণরা যখন নতুন করে দেশকে গড়ে তুলতে সংগ্রাম করছে তখন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের উপস্থিতি একান্ত কাম্য ছিল।