১২ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১

তারেক রহমান কবে দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলা-মোকদ্দমা শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নেতা-কর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। সমর্থন করার উদ্দেশ্য একটা আছে যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।’

লন্ডন সফর ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘লন্ডন সফরের উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) মহোদয়ের সঙ্গে বৈঠক করা। লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সভা হয়েছে, আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিয়েছেন, জানতে চাইলে ফখরুল বলেন,

‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন-একটা বিজয় সূচিত হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে।’

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি-এমন ধারণা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং।’

বাংলাদেশ-ভারত সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।’