১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩

‘বিগত সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের টিস্যুর মত ব্যবহার করা হয়েছে’

আরিফ সোহেল  © টিডিসি ফটো

বাংলাদেশে বিগত সময়ে রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের টিস্যু পেপারের মত ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় ঢাকা কলেজ শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খররম অডিটোরিয়ামে ‘জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিগত সময়ে ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের জিম্মি করা হয়েছে। স্বাধীনভাবে ক্যাম্পাসে হাটাচলার অধিকার কেড়ে নিয়ে শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক দাস হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদেরকে প্রোগ্রামে যেতে বাধ্য করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে যে ক্যাম্পাস যে শিক্ষাঙ্গন সেটি হল ঢাকা কলেজ।সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা আশা ভরসা বুকে নিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন তাদের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে  শিক্ষার্থীদের রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঘুরে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন ঢাকা কলেজের প্রতিবাদী চেতনা কখনও নিস্তব্ধ করে দেওয়া সম্ভব নয়। 

আলোচনা সভায় আরিফ সোহেল আরও বলেন, ঢাকা কলেজকে শিক্ষাঙ্গন হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই, শিক্ষার্থীদের মেধার স্ফূরণ ঘটাতে দেওয়া হয় নাই। ঢাকা কলেজ থেকে যাতে সেরা সেরা রাজনীতিবিদ, যাতে করে বিশ্বসেরা গবেষক, শিক্ষাবিদ হতে পারে এমন কোন পরিবেশ এখানে থাকতে দেওয়া হয় নাই। আজকের আমাদের সংগ্রাম হচ্ছে ঢাকা কলেজে শিক্ষার সুষ্টু পরিবেশ তৈরি করার সংগ্রাম। ঢাকা কলেজে আর যেন কখনও রাজনৈতিক দাসত্ব নির্মিত হতে না পারে সেরকম একটা নির্মাণের সংগ্রাম। সংগ্রামী ভাই ও বোনেরা আপনাদের বলে দিতে চাই ঢাকা কলেজ যদি এই দুটি কাজে সফল হয় তাহলে সারা বাংলাদেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সফল হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের সম্বন্বয়ক মইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়াও আলোচনা সভায় অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আলোচনা সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মেহেদী হাসান তালহা। এছাড়াও ঢাকা কলেজের নির্যাতিত ও আহত শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ, ফারাবী, আনোয়ারুল ইসলাম অনন্ত,কাজী আবদুল্লাহ, নিউমার্কেট থানা ছাত্রশিবির সভাপতি ঢাকা কলেজ শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ঢাকা কলেজ শিক্ষার্থী ইব্রাহীম কার্দি প্রমুখ।