জুলাই বিপ্লবের কন্যাদের সঙ্গে ড. ইউনূস: নতুন বাংলাদেশের স্বপ্ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ PM
জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের নজিরবিহীন গণ-অভ্যুত্থানের সাহসী নারীদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নারী শিক্ষার্থীসহ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের শিরোনাম ছিল জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না।
অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, আজ তোমাদের দেখা পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছ, তা ইতিহাসের অংশ। পৃথিবীর অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু এই অভ্যুত্থান ভিন্ন। এটি কোনো বড় নেতার নির্দেশে হয়নি; এটি তোমাদের নিজস্ব প্রয়াস।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে। ৫ আগস্টের আগের বাংলাদেশ আর নেই। আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করেছি। এই প্রতিজ্ঞা তোমরা ধরে রাখবে।
অনুষ্ঠানে অভ্যুত্থানের সাহসী নারীদের উচ্ছ্বাস ও প্রতিজ্ঞার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মজীবী ও গৃহিণী—সবাই মিলে যে আন্দোলন করেছ, তা জাতির জন্য গর্বের। তোমরা আমাদের আশা ও অনুপ্রেরণা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক এ নারী সমাবেশের আয়োজন করা হয়েছে।
জুলাই-আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারীরাও আয়োজনে অংশ নেন।