ক্যাম্পাসে রাজনীতি ও ছাত্রসংসদ নির্বাচন নিয়ে ছাত্রপক্ষের বৈঠক
ক্যাম্পাসে ছাত্ররাজনীতির রূপরেখা ও ছাত্রসংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বাংলাদেশ ছাত্রপক্ষ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রপক্ষের আহ্বানে আলোচনায় অংশ নেয় স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ এবং সন্ধ্যা ৭টায় অংশ নেয় নাগরিক ছাত্র ঐক্য।
জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির রূপরেখা, ছাত্রসংসদ নির্বাচন, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার, জাতীয় ছাত্র কাউন্সিলকে আলোচনার বিষয়বস্তু করা হয়।
ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
এদিন সন্ধ্যা ৭টায় নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব এম এ আলীফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।
ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, সমমনা ছাত্রসংগঠনগুলোর রাষ্ট্রভাবনা, ক্যাম্পাসের ছাত্ররাজনীতি নিয়ে ভাবনার পারস্পারিক মতবিনিময় হওয়া বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ। পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।
ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর বলেন, চলমান পরিস্থিতিতে সমমনা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করার এই প্রক্রিয়া আমরা শুরু করেছি। এই প্রক্রিয়া চলমান রেখে গণঅভ্যুত্থানের সব শক্তির সঙ্গে আমাদের মতবিনিময় করব।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে সংগঠনগুলোর অভ্যন্তরীণ আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। ছাত্রসংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। সব সংগঠনের সঙ্গে আলোচনা শেষে সার্বিক বিষয়ে আমরা কর্মসূচি প্রণয়ন করব।