১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮

বাংলাদেশের ৭৯ নাবিক-জেলেসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

  © সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ নাবিক-জেলেসহ বাংলাদেশি ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।

সোমবার (৯ ডিসেম্বর) এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের জাহাজ দুইটি নিয়ে যায় বলে নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর।

কর্মকর্তারা জানায়, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছে। জানানো হয়, খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ ও ৪২ জনসহ এফভি লায়লা-২কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। [সূত্র: চ্যানেল ২৪]