০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪০

বগুড়ায় কারাগারে থাকা আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

আবদুল মতিন  © সংগৃহীত

বগুড়া জেলা কারাগারে বন্দী আওয়ামী লীগের আরেক নেতার মৃত্যু হয়েছে।  সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ‘হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত আওয়ামী লীগ নেতার নাম আবদুল মতিন ওরফে মিঠু (৬৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বৈঠাভাঙা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মিঠু উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। এছাড়া তিনি দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ নিয়ে গত ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ২৯ দিনের মধ্যে বগুড়া কারাগারে বন্দী অবস্থায় চারজন আওয়ামী লীগ নেতা ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ ব‌লেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি হত্যা মামলায় আব্দুল মতিন মিঠু‌কে গ্রেপ্তারের পর ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আনা হয়। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন৷

“এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়৷ সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।”