‘ঝুঁকিপূর্ণ’ দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকার বাতাস
বায়ু দূষণে ক্রমাগত সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঢাকা। নগরবাসীকে এমন ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘বিপজ্জনক’ বাতাসেই চলতে হচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার বায়ু ফের মানের দিক থেকে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পৌঁছেছে। এর স্কোর আজকে ভোরে সর্বোচ্চ ৪২০ উঠেছে। বর্তমানে ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার দুপুর পর্যন্ত বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ তিন শহর হল পাকিস্তানের লাহোর (২৫৪), মিসরের কায়রো (২১৮)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১শ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।