চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ PM
চট্টগ্রামের সিইপিজেডে একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৭টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত, তা পরে জানানো হবে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন লাগার কারণ জানতে পারিনি আমরা।’