আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক মিয়া (৫০) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)।
আহতরা হলেন- জুয়েল (৩০), রাব্বি (২২), সাব্বির (৩৮), আমির হোসেন (২১), টুটুল (৩৫), বাদল ভেন্ডার(৫৫), মারুফ মিয়া (১৫), সুফিয়া বেগম (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, স্থানীয় আবিদ হাসান রুবেল ও হারুনুর রশীদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত দুজন রুবেল গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার নজরপুর-মেথিকান্দা এলাকায় শনিবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বাড়ির উঠানে মানিক মেম্বারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম নিহত হন।
আহতদের রায়পুরা ও নরসিংদী শহরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গুলিবিদ্ধ হয়ে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতাবস্থায় ৬ জন চিকিৎসা নিয়েছে।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ান। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।