গ্রামই আমার ‘কমফোর্ট জোন’ : সারজিস আলম

নিজ এলাকায় সারজিস
নিজ এলাকায় সারজিস

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম তার নিজ এলাকা পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার ঘুরে দেখেছেন। এ সময় তিনি বিক্রেতাদের কাছে বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞেস করেন। পরে সেখানকার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন; যেখানে গ্রামকে ‘কমফোর্ট জোন’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সারজিস লিখেছেন, আমার এসএসসি শেষ করার পূর্ব পর্যন্ত স্কুলে যতদিন ছিলাম ততদিন পুরো বাড়ির বাজার করার দায়িত্ব ছিল আমার। অনেক দিন পর মন খুলে পুরো বাজার ঘুরলাম। দামদর করলাম।

আলুর দাম বেশি উল্লেখ করে স্ট্যাটাসে সারজিস আলম আরও লিখেছেন, বাকি সব ঠিকঠাক মনে হয়েছে আপাতত। ডিম, মাছ, মুরগির দাম আগের চেয়ে কমেছে। শীতকালীন নতুন অনেক শাক-সবজি বাজারে এসেছে। তিনি আরও লিখেছেন, গ্রামই আমার কমফোর্ট জোন, বুক ভরে নিশ্বাস নেওয়ার জায়গা।

ফেসবুকে পোস্টে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছেন, এগিয়ে যান ভাই এ রকম সুন্দর সুন্দর কাজের মাধ্যমে। আমরা সবসময় আপনার পাশে আছি। আমরা বাঙালিরা হার মানতে রাজি না।

আবু সাঈদ মিয়া লিখেছেন, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই। সাজ্জাদ নামে আরেকজন লিখেছেন, সবসময় এভাবেই মনিটরিং করা হোক। তাহলেই বাজার স্থিতিশীল থাকবে, ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ