বাংলাদেশে নয় বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে নয় বরং ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে একের পর এক দাঙ্গা এবং সংখ্যালঘু নির্যাতন চলছে। এমন পরিস্থিতিতে শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের প্রয়োজন ভারতেরই। তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে দেশের সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সীমান্তে কোনো উত্তেজনা নেই, তবে ভারতীয় গণমাধ্যম এখনও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশ্বে এমন মিথ্যাচারের নজির আর নেই।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। সংলাপ একটি ভালো দিক, যা দেশের জন্য ইতিবাচক সাড়া দিচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস সব দুর্যোগ মোকাবিলায় তৎপর থাকে। বর্তমানে এর স্বেচ্ছাসেবক সংখ্যা ৫৪,৩৪৮, যা ভবিষ্যতে ৬৫ হাজারে উন্নীত করা হবে।
পরে তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।