০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩

এবার ভারতের হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড়

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইএমএ নেতারা  © সংগৃহীত

দু’দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছিল ভারতের একাধিক হাসপাতাল। তবে এরই মধ্যে ভিন্ন পথে হাঁটেছে দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনটি বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে।

বুধবার (৪ নভেম্বর) সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান, বাংলাদেশি রোগীরা হেল্পলাইন নাম্বারে ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের দাবি, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মেডিকেল ব্যবসাও। তাদের আশা, এ অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যেকোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের।

অন্যদিকে, বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টার হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত বৈধভাবে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের চিকিৎসা সেবায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিলেন ট্রাইব্যুনাল

সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স। সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, 'চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। দুই দেশেরই উচিত, একে অপরকে সম্মান করা।'

প্রসঙ্গত, শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতার বেসরকারি জেএন রায় হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা দেবেন না বলে ঘোষণা দিয়েছিল।