বন্ধ ঘরে ঝুলছিল কলেজছাত্রীর লাশ
কক্সবাজারের উখিয়াতে আনিকা আক্তার লিপি (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নিজ বাড়ি তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
লিপি উপজেলার মরিচ্যা হলদিয়া পালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মীর কাসেম ও নূর নাহার বেগমের মেয়ে। উখিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
পরিবারসূত্রে জানা যায়, গতকাল তার বাবা মা পারিবারিক কাজে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এমতাবস্থায় লিপি বাড়িতে একা ছিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে তাদের মেয়ের ঘরের দরজা বন্ধ পান তারা। পরে উখিয়া থানা পুলিশকে জানালে তারা এসে লিপিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উখিয়া থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠায়।
এই বিষয়ে বিস্তারিত জানতে উখিয়া থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেয়ের বাসা থেকে জানানো হলে পুলিশ গিয়ে আনিকা আক্তার লিপি (১৯) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, আর ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ বিস্তারিত জানাতে পারব।’ লিপির ব্যক্তিগত মুঠোফোনটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে উখিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।