০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

মোহাম্মদপুরে ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতা

ছাত্রদল নেতার হাতে ছিনতাইকারী আটক  © টিডিসি ফটো

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাড়ি ফেরার পথে ৩০ বছর বয়সী নারীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ১১টার সময় আসাদ (২৫) নামে এক ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়।

তিনি হতভম্ব হয়ে চিৎকার করতে থাকেন। আশেপাশে অনেক পথচারী থাকলেও কেউ এগিয়ে আসেনি। তবে ছাত্রদল নেতা নাজমুল হাসান ইভান বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত তার বন্ধুদের নিয়ে ছিনতাইকারীর পিছু নেন। পরবর্তীতে তাকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাজমুল হাসান ইভান জানায়, ছিনতাকারী ফোন নিয়ে পালানোর সময় আমি ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ওসমান শেখ, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান স্বাধীন কে নিয়ে ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে নুরজাহান রোডের গলিতে ধরে ফেলি। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইলটি উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেই।

তিনি আরও জানান, এসময় উত্তেজিত জনতা ছিনতাইকারীকে গণপিটুনি দিতে শুরু করলে তিনি ও ওসমান, স্বাধীন সহ কয়েকজন তাকে রক্ষা করেন। পরবর্তীতে তারা মোহাম্মদপুর থানার ডিউটিরত অফিসার এসএই কাদের  আহম্মেদের কাছে হস্তান্তর করেন।