বাংলাদেশ থেকে ভারতে গেলেন ইসকনের ৭৫ সদস্য
ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইসকনের ৭৫ জন ভক্ত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে যান তারা।
ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী জানান, গত দু-দিন আগেও ধর্মীয় আচার পালনের জন্য তারা ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন তাদের ভারতে যেতে দেয়নি। আজ তারা ভারতে যেতে পারছেন। তার নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা থেকে ৭৫ জন ভক্ত ভারতে যাচ্ছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গত দুদিনে ইসকনের অনেক সদস্য ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। তখন পরিস্থিতি বিবেচনা করে তাদের ভারতে যেতে দেয়া হয়নি। পরে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়। তাদের মধ্য থেকে ৭৫ জন ইসকন সদস্যকে আজ ভারতে যেতে দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৩০ নভেম্বর) রাতে ৫৪ জন এবং রবিবার (১ ডিসেম্বর) ১৬ জন ইসকন সদস্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে জড়ো হয় বেনাপোল ইমিগ্রেশনে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিক এসবির ঢাকা অফিসে যোগাযোগ করেন। সেখানকার নির্দেশনায় তাদেরকে ভারতে যেতে দেওয়া হয়নি।