০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩
রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দল ও ধর্মী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকেল চারটায়। পরেরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সাথে। এর লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া।’
এর আগেই মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, সন্ধ্যা ৬টায় এ বৈঠক শুরু হয়েছে।