০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫

সংবিধান নিয়ে ৬৯ দফা প্রস্তাব জমা দিল জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটির প্রস্তাব গ্রহণ করেন কমিশনের প্রধান আলী রীয়াজ  © সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে ৬৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে প্রস্তাবনা পেশ করে সংগঠনটি।
 
এসময় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন। কেন্দ্রীয় সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ড. আতিক মুজাহিদ এবং সালেহ উদ্দিন সিফাত।

সংবিধান সংস্কার কমিশনের পক্ষে প্রস্তাবনা গ্রহণ করেন কমিশনের প্রধান আলী রীয়াজ। আরও উপস্থিত ছিলেন, কমিশন সদস্য ফিরোজ আহমেদ, মুস্তাইন জহির, সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, মইন আলম ফিরোজি ও ব্যারিস্টার ইমরান সিদ্দিকি। 

এসময় সংবিধান সংস্কার কমিটির সঙ্গে মতবিনিময়ও করেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।