০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

কাফনের কাপড় গায়ে জড়িয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে নকলনবিশরা

জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত অবস্থায় সারা দেশের নকলনবিশরা  © সংগৃহীত

দীর্ঘদিন আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসেছেন সারা দেশের নকলনবিশরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস ধরে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচির পর এবার গায়ে কাফনের কাপড় জড়িয়ে আন্দোলন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নকলনবিশ সদস্যরা। 

বাংলাদেশ নকলনবিশ (এক্সট্রা মোহরার) অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১ দফা দাবিতে সারা দেশের নকলনবিশ সদস্যরা ৯ম দিনের কর্মসূচি পালন করছেন।

বিভিন্ন সূত্রমতে, সারা দেশে প্রায় ১৬ হাজার ২৪৬ জন নকলনবিশ রয়েছেন। অনশনে অংশগ্রহণকারীদের দাবি—চাকরি জাতীয়করণের এই আন্দোলন ১৯৮২ সাল থেকে চলছে। এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টানা ৩৫ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

অনশন কর্মসূচি পালনকালে ৩৫ জন নকলনবিশ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নকলনবিশ নেতারা।

বিগত দিনে একাধিক বার চাকরি জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও নকলনবিশদের চাকরি জাতীয়করণ করা হয়নি, দাবি অনশনকারীদের। অনশনে অংশ নেয়া রূপন কুমার জানান, “বিগত সরকারের আমল হতে আমরা দীর্ঘদিন ধরে যে বৈষম্যের শিকার হচ্ছি সেই বৈষম্য থেকে চিরতরে মুক্তি পেতে নকলনবিশদের চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে, অতি দ্রুতই আমাদের চাকরি জাতীয়করণ করে প্রজ্ঞাপণ জারি করবে।”

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নকলনবিশ (এক্সট্রা মোহরার) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকারসহ দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলার নকলনবিশগণ।