রান্না ঘরের আগুনে পুড়ে ছাই হল ৬ বসতঘর
রাঙ্গামাটিতে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই হয়েছে ছয়টি বসতঘর। রবিবার (১ ডিসেম্বর) রাতে শহরের চম্পকনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যদের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আক্কাসের বাসার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পড়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী আগুন নেভাতে সহযোগিতা করে।