০১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪১
মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদগঞ্জের দুজন নিহত
চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল খান (২২) এবং ইমরান খান (২২) দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ( ১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সেকদী (ফরিদগঞ্জ) গ্রামের অটোরিকশা চালক আনোয়ার খানের ছেলে। অপরদিকে ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোহেল ও ইমরান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রিক্সার সাথে এবং পরে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
আরও জানা যায়, ঘটনাস্থলেই সোহেল নিহত হন।আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।