০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা আব্বাস

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস  © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (০১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।  

এসময় মির্জা আব্বাস বলেন, আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশ পেয়েছে। তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন। মিথ্যা ও সাজানো গল্পের ওপর ভিত্তি করে এই মামলা তৈরি হয়েছিল। এটা ছিল বিদেশি শক্তির একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এখন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। তার দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটতে চলেছে। আল্লাহ তাকে সুস্থ রেখেছেন এবং তার মুক্তি দিয়েছেন। বিএনপি সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।

আলোচনায় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, মানুষ গুম করেছে, খুন করেছে। পানি এবং তেল কখনো মেলে না, তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না।

মির্জা আব্বাস স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতা চাই, কিন্তু অপসাংবাদিকতা চাই না। গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা একে অপরের পরিপূরক। আলোচনা সভায় বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।