যক্ষ্মা নির্মূলের ওপর জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ PM
যক্ষ্মা নির্মূলের ওপর একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর লেকশোর হোটেল ঢাকায় এ অনুষ্ঠান হয়।
খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) নির্বাহী পরিচালক আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন। বাংলাদেশে যক্ষ্মা নির্মূলের কৌশল নিয়ে আলোচনা করার জন্য পরিচালক, বিভাগীয় পরামর্শদাতা, মাইক্রোবায়োলজিস্ট, শিক্ষাবিদ এবং যক্ষ্মা বিশেষজ্ঞসহ মূল স্টেকহোল্ডারদের একত্র করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশেরর স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড বায়োসায়েন্সেসের প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ডিন অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান।
যক্ষ্মা নির্মূল করার জন্য টেকসই নীতিমালা এবং সহযোগিতামূলক প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
সমস্যাটির বৈশ্বিক ও জাতীয় তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, যক্ষ্মা প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে প্রভাবিত করে। ব্যক্তি, পরিবার এবং সম্প্রদায়ের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে। এই সভা শুধু জাতিসংঘ কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য নয়, এই লড়াইয়ে কেউ যাতে পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করার জন্য আমাদের যৌথ সংকল্পকে প্রতিফলিত করে।’