৩০ নভেম্বর ২০২৪, ২২:২৭

মুন্নী সাহাকে আটক করে পুলিশে দিল জনতা

সাংবাদিক মুন্নী সাহা আটক  © সংগৃহীত

রাজধানীর কাওরানবাজারে জনতার হাতে আটক হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা। আজ শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে তেজগাঁও থানা পুলিশ।

জানা গেছে, কাওরানবাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেন, সাংবাদিক মুন্নী সাহাকে থানায় আনা হয়েছে এবং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি তিনি তাৎক্ষণিক বলতে পারেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের ৩১ মে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে সেখান থেকে তার চাকরি যায়। এরপর নিজেই এক টাকার খবর নামে একটি গণমাধ্যম চালু করেন।