৩০ নভেম্বর ২০২৪, ১৯:১৫

বনশ্রীতে বাস উল্টে খালে

ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। এতে অনেক যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে দুর্ঘটনার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সর্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।