৩০ নভেম্বর ২০২৪, ১৬:৫৯

সমুদ্রে উত্তাল ফিনজাল, আবহাওয়া অফিসের সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল  © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে সরাসরি আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাসের গতি বাড়তে পারে বলে জানায় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর।  

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে সমুদ্র খুবই উত্তাল রয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

এ ছাড়া বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চেন্নাই বিমানবন্দরে শনিবার সন্ধ্যা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।  

প্রসঙ্গত, সৌদি আরবের প্রস্তাবিত এই ঘূর্ণিঝড়ের নাম ফিনজাল, যা একটি আরবি শব্দ।