৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে: প্রধান বিচারপতি

ড. সৈয়দ রেফাত আহমেদ  © সংগৃহীত

বিচারপতি অপসারণের কর্তৃত্ব আগে পার্লামেন্টের কাছে থাকলেও বর্তমানে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠিত হয়েছে। বিচার বিভাগকে আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে। 

শনিবার (৩০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এসময় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীদেরকে বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সম্প্রতি আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচারবিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে।’

কর্মশালায় প্রধান বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান , সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন । এছাড়াও, কর্মশালায় সারা দেশ থেকে প্রায় ১৫০০ জন নবীন আইনজীবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কর্মশালায় সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী আলিফেরও থাকার কথা ছিল। কর্মশালার শুরুতে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ৫ আগস্ট ঘিরে আন্দোলনে নিহত-আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।