আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ PM
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি এবং বৈষম্যবিরোধী সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটায় বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় তারা “ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী”, “ইসকনের লক্ষণ, স্বৈরাচারের পুনর্বাসন”, “ইসকনের বিরুদ্ধে আওয়াজ উঠাও একসাথে”, “আলিফ সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “২৪'এর শহীদেরা,লও লও লও সালাম” , “স্বৈরাচার পতনে ভয় করিনা মরনে”, “ইসকনের বিরুদ্ধে, লড়াই হবে এক সাথে,” “লড়াই লড়াই লড়াই চাই,লড়াই করে বাঁচতে চাই”, দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা”, সহ আরও বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে শেষ করে সমাবেশ শুরু করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, খাইরুল বাশার, শেখ বাদশা, আব্দুল্লাহ আল রুমান, আহমেদ আব্দুলাহ ও এসএম সাদ্দাম।
এ সময় বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মিছিলকারীরা ইসকনকে নিষিদ্ধ করার দাবি ও তার দোসরদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান।
তারা আরও বলেন,সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে বার বার হত্যা চেষ্টা করা হচ্ছে। যারা এই হত্যা চেষ্টা করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।