বিএনপি মহাসচিবের ফেসবুক পোস্ট শেয়ার করলো আওয়ামী লীগের পেজ
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গত কাল বুধবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফখরুল ইসলামের দেয়া পোস্টসহ তার বক্তব্য নিয়ে করা আরও দুটা নিউজ কার্ড শেয়ার করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে দেয়া পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘বাংলাদেশে আজ কারা অরাজকতা করতে চায়, কারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায়, কারা বাংলাদেশকে সারাবিশ্বে একটি ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায় -তা এখন উপলব্ধি করছে বাংলাদেশের মানুষ।’
বিএনপি মহাসচিবের বক্তব্যের জন্য ধন্যবাদও জানায় পেজটিতে। এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় উল্লেখ করা হয় পোস্টে।
গত কালের দেয়া পোস্টে ফখরুল ইসলাম আলমগীরের লিখেছেন, ‘দুর্ভাগ্য আমাদের, কিছুসংখ্যক মানুষ—তাঁরা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উসকে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন।আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। এ জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছে করেই আজকে তুলে ধরলাম।’
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে দলটির বিভিন্ন পেজে ও ব্যক্তিগত অ্যাকাউন্টে সক্রিয় রয়েছেন তারা। আওয়ামী লীগের অফিসিয়াল এ পেজটি থেকে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোর নেতিবাচক খবরগুলো প্রায়ই শেয়ার করতে দেখা যায়।