২৭ নভেম্বর ২০২৪, ১৯:৫৩

সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাংবাদিকদের ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম  © পিআইডি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও বলেছেন জাতির একতা চান। ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: বিসিএসের প্রশ্নফাঁস, সিআইডির হাতে গ্রেপ্তার বিজি প্রেসের ২ কর্মী

তিনি বলেন, চট্টগ্রামের বিষয় নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন।

এসময় চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন বলেও জানান তিনি।

সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।