২৭ নভেম্বর ২০২৪, ০৮:০৫

ভারতীয় গণমাধ্যমকে উসকানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ

সিএ প্রেস উইং ফ্যাক্টসের পেজে দেওয়া পোস্ট  © সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে কিছু ভারতীয় গণমাধ্যমের দাবি মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) প্রেস উইং ফ্যাক্টস।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ওকালতনামায় অ্যাডভোকেট সুবাশিশ শর্মার নাম রয়েছে। সাইফুল ইসলাম আলিফের নাম সেখানে উল্লেখ নেই।  

পোস্টে আরও বলা হয়, ভারতীয় গণমাধ্যমের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং খারাপ উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। সবাইকে এ ধরনের উসকানিমূলক ও ভিত্তিহীন প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।