২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৪

হামলায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি, দাবি ন্যাশনাল মেডিকেলের 

সংবাদ সম্মেলন  © সংগৃহীত

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কলেজে চিকিৎসাধীন ড. হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে হামলায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ডা. ইফফাত আরা এসব কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হাসপাতালে আক্রমণ করে ধ্বংষযজ্ঞ চালানো হয়েছে। এ ধ্বংষযজ্ঞে আমাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শিক্ষার্থী অভিজিতের মৃত্যুতে চিকিৎসা গাফিলতির কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। যারা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি।

তিনি আরও বলেন, ‘অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রমণ ন্যাক্কারজনক। বিশ্বমানের হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

প্রসঙ্গত, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।