সরকার গণমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ করবে না: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের সাংবাদিকতার একটি বড় অর্জন। তবে এখানে সে অর্থে সাংবাদিকতা হয়নি, যা হওয়া দরকার ছিল। জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদ মাধ্যমগুলোর আরও বেশি কাজের সুযোগ ছিল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) 'নবম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনএসইউর সিন্ডিকেট হলে দু'দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের উদাহরণ দিয়ে শফিকুল আলম বলেন, তারা যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে ১৮জন মানুষের মৃত্যু নিয়ে একটি অসাধারণ কাজ করেছে। তারা সব ভিডিও, ছবি সংগ্রহ করে অসাধারণ একটি কাজ করেছে।
সরকার কোনো গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না জানিয়ে প্রেস সেক্রেটারি বলেন, আমরা কোনো সংবাদে প্রতিবন্ধকতা তৈরি করতে চাই না। আমরা কোনো সংবাদ আটকাতে চায় না। এটি জিডিএফআই, এনএসআইসহ সব গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করা হয়েছে। আমরা কোনোভাবেই গণমাধ্যমে প্রতিবন্ধকতা তৈরি করতে চাই না।
গণমাধ্যমে আগে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপক চাপ ছিল জানিয়ে তিনি বলেন, আমরা এটি বন্ধ করতে বদ্ধ পরিকর। পাশাপাশি আমরা গণমাধ্যম সংস্কারেও কাজ করছি, এটি সংবাদ-সাংবাদিকতার ইতিবাচক পরিবর্তনে কাজ করবে।
বক্তব্যে শফিকুল আলম গণমাধ্যমের এ অবস্থার উত্তরণে অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কাজের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের বেতন স্কেল বৃদ্ধিসহ অন্যান্য কাজের ক্ষেত্রগুলো তুলে ধরেন। এছাড়াও গণমাধ্যম কর্মীদের বেতন গার্মেন্টস কর্মীদের থেকেও কম হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংকট থাকলেও কয়েকটি গণমাধ্যম সাহসী কাজ করেছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের আরও বেশি পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। মিথ্যা তথ্য, গুজব, অপতথ্য প্রতিরোধে তাদের আরও কাজ করতে হবে। ফ্যাক্ট-চেকিংসহ সংশ্লিষ্ট নতুন বিষয়গুলো নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে।
এবারের সম্মেলনের স্লোগান করা হয়েছে 'ব্রেকিং বাউন্ডারি: জেন-জি, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউ জার্নালিজম এডুকেশন এপ্রোচেস'। জার্মানভিত্তিক মিডিয়া ইন্সটিটিউট ডয়েচে ভেলে একাডেমিয়া, জার্মান কর্পোরেশন, সিজেন বাংলাদেশ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে)-প্রোগ্রামের যৌথ আয়োজনে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দু'দিনব্যাপী এ সম্মেলনে দেশের শীর্ষ সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন, যারা গণমাধ্যমের সাথে জড়িত রয়েছেন।