চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেবো না।’
সোমবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, আমরা এই খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
প্রসঙ্গত, সোমবার (২৫ নভেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।