১২ দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা
ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছেন রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রোববার (২৪ নভেম্বর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, গাবতলী, পল্টন, গুলিস্তান ও হাইকোর্ট সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লা আল কাফি।