২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৯

ছাত্রলীগ: মিছিল ৭ মিনিটের, আটক ৫

নেত্রকোনোয় ছাত্রলীগের মিছিল  © ভিডিও থেকে নেওয়া

নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত মিনিটের ঝটিকা মিছিল করেছেন কয়েকজন কর্মী। যদিও মিছিলের বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট, মাফলার ও মাক্স পরিহিত। শনিবার (২৩ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলার বালুচরা বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে এ মিছিল হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়ার পর নেত্রকোনায় এই প্রথম ছাত্রলীগ নেতাকর্মীকে মিছিল করতে দেখা গেছে। তবে ঝটিকা মিছিলের এ ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্তের পর ৫ ছাত্রলীগ নেতাকে আটক করেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ সাংবাদিকদের বলেন, একদম ভোরে সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটক অভিযান অব্যাহত থাকবে।  

শাহাদত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের বড় ভাইয়ের ছেলে। তার মুক্তির দাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে। এ ছাড়া পোস্ট করা হয়েছে শাহাদতের ব্যক্তিগত অ্যাকাউন্টেও। 

ভিডিওতে দেখা যায়, শাহাদতের নেতৃত্বে ছাত্রলীগের ২০ থেকে ২৫ নেতাকর্মী স্লোগান দিচ্ছেন। তবে অধিকাংশ নেতাকর্মীর মুখে ছিল মাস্ক, মাথায় ছিল হেলমেট। কারও কারও মুখে জড়ানো ছিল মাফলার।

এর আগে গত ২০ আগস্ট রাজধানীর বনশ্রী থেকে আহমদ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি কারাগারে।