২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৬

নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে, তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। আজ শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে পরিচালনা করছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, তারা সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছে। আর তাই জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক পিচ্ছিল পথ পাড়ি দিতে হবে। তাই প্রত্যেককে দ্বায়িত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে। নিজেকে বিএনপির সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপিকে আচরণগত ও গুণগত পরিবর্তন আনতে হবে।

এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। দেশ এবং জাতির জন্যই নির্বাচন দরকার। তরুণদের অবশ্যই জায়গা করে দেবো আমরা। কিন্তু সেই তরুণদেরও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

২৫ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুজ্জামান।

এ সময় রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়।