বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। পিকনিকে আসা শিক্ষার্থীদের অভিযোগ, রিসোর্ট, বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ তিন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে পুলিশ, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদেরও রাখা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পিকনিকে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী
এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, পল্লী বিদ্যুতের তারটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণভাবে ঝুলেছিল। তারটি খোলা না রেখে কভার তার ব্যবহার করত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না।
ঘটনার পরপরই শ্রীপুরের স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।