চট্টগ্রাম বিএনপির চার নেতাকে অব্যাহতি
চট্টগ্রামে বিএনপির চার নেতাকে সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছে দল। বুধবার (২১ নভেম্বর) নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
অব্যাহতি পাওয়া চার নেতা হলেন আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহসভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্যসচিব ইলিয়াস খান।
তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং তার নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।